Posts

Showing posts with the label নারীবাদ

যুবতীরা মাল ? কবে থেকে ! --- মলয় রায়চৌধুরী

  যুবতীরা মাল ? কবে থেকে !   মলয় রায়চৌধুরী এক ‘মাল’ শব্দটা আমাদের দেশে এসেছে আরবি ভাষা থেকে । কেবল বাংলা ভাষায় নয়, অন্যান্য ভারতীয় ভাষাতেও। অথচ প্রভাবশালী প্রথম ইসলামি শাসক তো আরব থেকে আসেননি, এসেছিলেন আফগানিস্তান থেকে যা সেই সময়ে ছিল পারস্য অর্থাৎ ইরানের অংশ । তাছাড়া বাবরের ভাষা ছিল চাঘতাই, যে ভাষায় উনি বাবরনামা লিখেছিলেন । তাঁদের পারিবারিক ভাষা আর রাজ্য চালাবার ভাষা ছিল ফারসি । বাবর যাঁকে পানিপতে হারিয়েছিলেন, সেই ইব্রাহিম লোদির ভাষা ছিল ফারসি । সুবে বাংলায় ঢাকা-মুর্শিদাবাদের শাসকদের পারিবারিক ও সরকারি ভাষা ছিল ফারসি । সরকারি কাজে যুক্ত বাঙালির ভাষা ছিল ফারসি । ইংরেজরা আসার আগে উচ্চবিত্ত বাঙালি পরিবার ফারসি শিখতেন । আমাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্যরা ফারসি শিখতেন । কলকাতা সুতানুটি গোবিন্দপুর হস্তান্তরের দলিল, যাতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কয়েকজন সদস্য ফারসিতে সই করেছিলেন, তা ফারসিতে লেখা । শের শাহ সুরি আফগান সেনাপতি হলেও তাঁর ভাষা ছিল ফারসি । ইরান আর তুর্কি থেকে সরাসরি যে শাসকরা এসেছিলেন এবং তখনকার ভারতে কোনও এলাকা শাসন করতেন, তাঁদের ভাষাও ছিল ফারসি । সেই সময়ের ভা...