Posts

Showing posts with the label Ishwarchandra Vidyasagar

Pakistanification of Ishwarchandra Vidyasagar

ঈশ্বরচন্দ্রের পাকিস্তানিফিকেশান মলয় রায়চৌধুরী যখন কলকাতায় নাকতলায় থাকতুম তখন ঢাকা থেকে মাঝে-মাঝে ‘মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার’ সম্পাদক মীজানুর রহমান, কলকাতা শহরে এলে, অবশ্যই আমার তিন তলার ফ্ল্যাটে আসতেন, আশি বছর বয়সে, পুরোনো-কেতা বাড়ির তিন তলায়, সস্ত্রীক, ঊঁচু-উঁচু সিঁড়ি ভেঙে । মীজানুর সাহেব নিয়মিত আমার লেখা প্রকাশ করতেন ওনার পত্রিকায়, ছোটো ভাইয়ের মতন ভালোবেসে ফেলেছিলেন আমাকে । আমার ‘হাংরি কিংবদন্তি’ ওনার পত্রিকাতেই ধারাবাহিক প্রকাশিত হয়েছিল । শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় ওনাকে শামসুর রাহমানের মাধ্যমে ‘হাংরি কিংবদন্তি’র ধারাবাহিক প্রকাশনাটা বন্ধ করে দিতে বলেছিলেন ; উনি বন্ধ তো করেনইনি, উলটে শক্তি আর সুনীলের কার্টুন ছেপেছিলেন। মীজানুর রহমান ওনাদের ইশারায় ক্রুদ্ধ হয়ে আমাকে একটা উপন্যাস দিতে বলেন, এবং আমার ‘নামগন্ধ’ ওনার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল । উনি ‘নামগন্ধ’ বই হিসাবেও বের করেছিলেন, অত্যন্ত উন্নতমানের কাগজ, প্রচ্ছদ এবং ছাপা, কলকাতা বইমেলায় যতোগুলো কপি পাঠিয়েছিলেন সবই বিক্রি হয়ে গিয়েছিল । মীজানুর রহমানের পরিচিত এক যুবক, যিনি ‘...