শতকসন্ধির কবিতা : সম্পাদনা মলয় রায়চৌধুরী
বইয়ের নামকরণ সম্পর্কে কবি মলয় রায়চৌধুরী বলেন – “এই গ্রন্হের নামকরণটি আমার। যে তিন কবি এই বই-এর দুই মলাটে ছড়িয়ে আছেন : পরাগ আজিজ, সৌভিক দা’ এবং সিপাহী রেজা। কবিতা লেখা শুরু করেছেন যথাক্রমে নব্বুই দশক, শূন্য দশক ও প্রথম দশকে। অর্থাৎ একটি শতকের সঙ্গে আরেকটি শতকের মিলনপৃষ্ঠে। সেই অর্থে সহস্রাব্দসন্ধির কবিতাও বলা যেতে পারে বইটিকে। এক হাজার বছর আগের কবিদের মতনই জনমানস থেকে বহু দূরে চলে যাবো এক হাজার বছর পরে, আমি এবং এই তিন কবি ; তাই শতকসন্ধিই থাক।”
গ্রন্থটি সম্পাদনা করার বিষয়ে তিনি বলেন – “এই গ্রন্হটির সঙ্গে যুক্ত হবার আমার প্রধান আগ্রহভূমি এই যে, বইটি ঢাকার একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। একুশে বইমেলার আসরে আমার কোনো বই আজ পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেনি। কেননা যে একটিমাত্র বই বাংলাদেশে প্রকাশিত হয়েছে তা মীজানুর রহমান কতৃক প্রকাশিত আমার উপন্যাস 'নামগন্ধ' ; যার স্বল্পসংখ্যক কপি পাঠকদের বিলোতেই ফুরিয়ে গিয়েছিল। তাই তিনজন তরুণ কবি যখন প্রস্তাব দিলেন যে তাঁদের প্রত্যেকের একগুচ্ছ কবিতার সঙ্গে আমি প্রচ্ছদ-ভাস্বরিত লেখক হিসাবে নিজেকে যুক্ত করি, তখন আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, ধার্মিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জলবিভাজক উথালপাথালগুলো কীভাবে স্বাধীনতা-উত্তর ব্যক্তি-কবির কৌমপ্রতিস্বে ও তার ভাষাফসলের এলাকায় বাঁকবদল ঘটিয়েছে সে সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নই।
তাছাড়া, এখনকার বৃ্হত্তর বাংলাদেশি সাহিত্যসমাজ ও বিদ্যায়তনিক আলোচকরা একরৈখিক সাহিত্যতত্ত্বের পাশ্চাত্য ভাবকল্পের খণ্ডবাদী চৌহদ্দি থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছেন কিনা তাও জানি না।” এ সকল আগ্রহের জায়গা থেকেই মূলতঃ কবি মলয় রায়চৌধুরী গ্রন্থটি সম্পাদনা করেন।
কবিতা আশ্রম নিবেদিত ৪ ফর্মার এই বইটি মেলা চলাকালীন সময়ে পাওয়া যাবে ইত্যাদী গ্রন্থ প্রকাশের স্টলে এবং মেলার পরে কাটাবন কনকর্ড এম্পোরিয়ামের “গদ্যপদ্য”-তে। বইটির মূল্য ৭৫ টাকা। প্রচ্ছদ করেছেন মেঘ অদিতি।
Comments
Post a Comment