কেদার ভাদুড়ীর কবিতাগুচ্ছ
কেদার ভাদুড়ীর কবিতাগুচ্ছ হঠাৎ পুস্পিতা হঠাৎ পুষ্পিতা এসে বললো: দেখুন স্যার, আমাকে না জানিয়ে অনেকেই প্রপোজ করে, কি করি? বললাম: করবেই তো মেয়েরা প্রপোজিত হবে, তবেই না মেয়ে ! পুষ্পিতা কি এমনই হয়েছো? ভ্রুণ থেকে ভ্রুণাতীত, জন্ম থেকে জন্মাতীত তুমি প্রজাপতি আসুক, কী আছে ! একদিকে প্রজা, অন্যদিকে পতি, দ্বৈতবাদ, সেইতো সুন্দর। পুষ্পিতা বললো, কি কথা ! অনন্য। অন্যতর স্বাদ। তখুনি ঘরে ঢুকলো একফালি অন্ধকার, একফালি পোড়-খাওয়া পূ্র্ণিমার চাঁদ। চুমো কনজিউমার গুডস্ বাবা বলেছিলেন, অত গল্প পড়িস কেন, খোকন? সুন্দরী মেয়েদের সঙ্গে মেশ, দেখবি গায়ে গল্প লেখা থাকে। সেই থেকে আজতক আমি গোগোল পড়িনি সেই থেকে আজতক আমি জ্যাক লন্ডন সেই থেকে আজতক আমি টেগোরের গল্পগুলো চেকভের গল্পগুলো লু শ্যুনের গল্পগুলো মোপাসাঁ ইস্তক। শুধু একবার চুরি করে ভিক্টর হুগোর গল্প সেই-যে-সেই ছেলেটি, দ্বীপের মেয়েটি,জাহাজডুবি………. যাচ্চলে, মনে নেই। মনে থাকে কি কখনো এইসব বাঁদরের, ইঁদুরের গল্প? রোমানফ কী বলেন? টলস্টয়? আনাতোল কী বলেন? ডুমা? বৃদ্ধ মানুষটি এবং সমুদ্রের গল্প লিখে যে ছেলেটি গুলি খেলো, সেও রেমারএ কী বলে...