আমি মৃত্যুর টুকরোয় গড়া

 মলয় রায়চৌধুরী

আমি মৃত্যুর অজস্র টুকরোয় গড়া

তোরা বলাবলি করিস, আমি একজন প্রান্তিক, বহিরাগত, 

এক নির্দিষ্ট ধরণের গোপন কাফের

তাই আমার কবিতাগুলো মৃত্যুর  টুকরোয় গড়া

জীবনে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করিনি কখনও

নেচেছি ঝড়ের মধ্যে বিদ্যুতের আলোয় ভিজে

সকালে দুঃস্বপ্ন থেকে নিজেকে টেনে আনি তোরা বলাবলি করিস

খুঁজে পাই যে জেগে থাকায় কোন স্বস্তি নেই

জানিস আমি নিজেকে পছন্দ করি 

স্বাভাবিকভাবেই,   অবিশ্বাস,  বিশ্বাসঘাতকতা, 

আধিপত্য আর অপমানের বদলা নেবার প্রবণতা 

শিল্পের প্রতি তোদের সম্পূর্ণ ভাড়াটে দৃষ্টিভঙ্গি, 

তোদের চিৎকার, তোদের লোকেদের গুলি চালানো, 

অন্যের অভ্যন্তরীণ জীবনকে চিনতে তোদের অক্ষমতা 

তোদের লোভ, তোদের চারপাশে স্তাবক থাকার প্রবণতা 

কারণ যখন আমি মাঝবাতাসে উড়ি, তোদের দেখি

এটাই কবিতার সমস্যা

তোরা বলাবলি করিস শক্তিশালী পুরুষরা সবচেয়ে একা 

আমি ক্রমাগত নিজেকে হত্যা করি আর 

আমার চারপাশের সবাইকে মেরে ফেলার কথা ভাবি

 আমি মেরে পুঁতে ফেলার অভিজ্ঞতা জমিয়ে রেখেছি

সব কিছুর বাইরে ভয়ঙ্কর -- 

অন্য লোকেদের সাথে বাঁচার আগে 

আমাকে নিজের সাথে বাঁচতে হবে 

অন্য লোকেদের কল্পনার খোরাক  হতে চাইনি 

যখন আমি খারাপ তখনই চিত্তাকর্ষক 

একমাত্র লোক যে আমাকে টেনে নামাতে পারে সে আমি নিজেই

কিন্তু আমি নিজের সম্পর্কে চিন্তা করতে খুব ব্যস্ত 

আমি যা নই তাকে ভালবাসার চেয়ে 

আমি যা  তার জন্য তোরা ঘেন্না করলে আনন্দ পাবো

দুঃখকষ্টের গোলকধাঁধা থেকে বেরোনোর উপায় জানি

কিছু ব্যাপার লুকিয়ে রাখা জরুরি

অনেকসময়ে নিজের ছাই থেকে উঠতে 

নিজেকে বিশ্বাস করতে 

একজন নতুন মানুষ হওয়ার জন্য নিজেকে ভালবাসতে 

আমাকে ভেতরে-ভেতরে বিশাল হতে হয়

আর তো জীবন নষ্ট করার মতো কিছু নেই

যারা অরক্ষিত হতে ইচ্ছুক তারা রহস্যের মাঝে ঢুকে পড়ে ; 

যে  প্রেম করেছে সে  যাদু জানে 

এটা  আমাদের জীবনযাপনের একটি অসাধারণ অংশ

তবে মনে রাখতে হবে নিখুঁত হতে বলায় রয়েছে অত্যাচারীর কণ্ঠস্বর 

তারা জনগণের শত্রু 

তা তোদের সারা জীবন সঙ্কুচিত আর উন্মাদ করে রাখবে 

একটি জন্তুর অপছন্দ অর্জন করার চেয়ে পরাজয়  নেই 


Comments

Popular posts from this blog

কফিহাউসে চেঙ্গিজদা, ল্যাঙড়াদা, গুলপিসি...অ্যান্টি-হিস্ট্রির আড্ডা : মলয় রায়চৌধুরী লিখিত পৃথিবীর ইতিহাস

প্রদীপ চৌধুরী, ফরাসি কবি, বাঙালি কবি, হাংরি আন্দোলনের কবি : মলয় রায়চৌধুরী

Malay Roychoudhury interviewed by Anupam Mukhopadhyay