উইসলাওয়া সিমবোরস্কার কবিতা : অনুবাদ মলয় রায়চৌধুরী
উইসলাওয়া সিমবোরস্কা ( ২ জুলাই ১৯২৩ - ১ ফেব্রুয়ারি ২০১২)
১৯৯৬ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন
অনুবাদ মলয় রায়চৌধুরী
ইউটোপিয়া
এমন দ্বীপ যেখানে সবকিছু স্পষ্ট হয় ।
তোমার পায়ের তলায় শক্ত মাটি ।
যাতে চলাফেরা করা যায় কেবল সেই পথগুলো ।
প্রমাণের ওজনে ঝুঁকে পড়ে ঝোপঝাড় ।
বৈধ অনুমানের গাছটি এখানে বৃদ্ধি পায়
অনাদিকাল থেকে প্রশাখা মেলে দেয়া
বৈধ অনুমানের গাছটি এখানে বেড়ে ওঠে ।
বোধগম্যতার গাছ, ঝকমকে সটান আর সরল,
সেই ঝর্ণার পাশে গজিয়ে ওঠে যার নাম এবার বুঝতে পারছি ।
যতো ঘন জঙ্গল, ততো তার চাউনির বিস্তার :
স্পষ্টতার উপত্যকা ।
যদি কোনও সন্দেহ জাগে, বাতাস তক্ষুনি তার নিরসন করে ।
ডাক না দিলেও প্রতিদ্ধনিরা আলোড়ন তোলে
আর জগতের যাবতীয় রহস্যদের অধীর আগ্রহে ব্যাখ্যা করে ।
ডান দিকে রয়েছে একটা গুহা যেখানে মর্মার্থরা থাকে ।
বাঁ দিকে গভীর আত্মবিশ্বাসের হ্রদ ।
তলা থেকে ফুঁড়ে সত্য জলের ওপরে এসে বুদবুদ তৈরি করে ।
উপত্যকার ওপরে অদম্য আত্মবিশ্বাসের মিনার ।
তার চূড়া থেকে বস্তুদের সারমর্ম সুন্দরভাবে দেখা যায় ।
কেননা তার সমস্ত আকর্ষণ সত্বেও, দ্বীপটা জনমানবশূন্য,
আর জলের তীর জুড়ে ছড়ানো ফিকে হয়ে আসা পদচিহ্ণ
নির্বিচারে সমুদ্রের দিকে এগিয়ে যায় ।
যেন এখানে তুমি যা করতে পারো তা হলো বিদায় নেয়া
আর গভীরতায় ঝাঁপিয়ে পড়া, যেখানে কোনও দিন ফেরা হবে না
দুরবগাহ জীবনের মাঝে ।
সম্ভাবনাগুলো
আমি সিনেমা দেখা পছন্দ করি ।
আমি বিড়ালদের পছন্দ করি ।
ওয়ারতার দুইপাশের ওকগাশ পছন্দ করি ।
দস্তয়েভস্কির তুলনায় ডিকেন্স পছন্দ করি ।
নিজে মানুষ পছন্দ করার চেয়ে
আমি মানবজাতিকে ভালোবাসা পছন্দ করি ।
সঙ্গে একটা ছুঁচ আর সুতো রাখা পছন্দ করি, যদি সরকার পড়ে ।
আমি সবুজ রঙ পছন্দ করি ।
আমি বিশ্বাস করা পছন্দ করি না যে
সবকিছুর জন্যে যুক্তিকে দোষ দিতে হবে ।
আমি ব্যতিক্রম পছন্দ করি ।
আমি তাড়াতাড়ি চলে যাওয়া পছন্দ করি ।
আমি ডাক্তারদের সঙ্গে অন্য বিষয়ে কথা বলা পছন্দ করি ।
আমি আগেকার কালের সূ্ক্ষ্ম রেখাচিত্র পছন্দ করি ।
কবিতা না-লেখার অযৌক্তিকতার তুলনায়
আমি কবিতা লেখার অযৌক্তিকতা পছন্দ করি ।
যে-ব্যাপারে ভালোবাসা আছে, অনির্দিষ্ট বার্ষিকোৎসবের তুলনায়
প্রতিদিন পালনযোগ্য উৎসব আমি পছন্দ করি ।
আমি নীতিবাগিশদের পছন্দ করি
যারা আমাকে কিছু দেবার প্রতিজ্ঞা করে না ।
আমি বেশি বিশ্বাসযোগ্যদের তুলনায় ধূর্ত দয়ালুদের পছন্দ করি ।
আমি পৃথিবীকে অসামরিক পোশাকে পছন্দ করি ।
দখলদার দেশের চেয়ে আমি পরাভূতদের পছন্দ করি ।
আমি কিছু অননুমোদন বজায় রাখা পছন্দ করি ।
সুশৃঙ্খলার নরকের চেয়ে আমি বিশৃঙ্খলার নরক পছন্দ করি ।
সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার চেয়ে গ্রিমদের পরির গল্প আমি পছন্দ করি ।
পাতাহীন ফুলেদের চেয়ে ফুলহীন পাতাদের আমি পছন্দ করি ।
আমি ল্যাজ না-কাটা কুকুরদের পছন্দ করি ।
আমার চোখ কালো বলে আমি কটা চোখ পছন্দ করি ।
আমি ডেস্কের ড্রয়ার পছন্দ করি ।
যে-সমস্ত কথা বাদ দিয়েছি তার তুলনায়
আমি অনেককিছু পছন্দ করি যা এখানে উল্লেখ করিনি ।
গণিতে সার দেয়া গোল্লার বদলে
আমি ছাড়া-পাওয়া গোল্লাদের পছন্দ করি ।
নক্ষত্রদের সময়ের চেয়ে আমি পোকাদের সময় পছন্দ করি ।
কাঠে টোকা দিতে আমি পছন্দ করি ।
আর কতোক্ষণ ও কখন আমি জিগ্যেস করতে চাই না ।
আমি এই সম্ভাবনা খেয়াল রাখতে পছন্দ করি যে
অস্তিত্বের টিকে থাকার নিজস্ব যুক্তি আছে ।
Comments
Post a Comment